জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে দুর্নীতিবাজদের শাস্তির বিধান রেখে সৎ কর্মকর্তাদের পদক প্রদান করা হচ্ছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) সপ্তম জনপ্রশাসন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনপ্রশাসনে দায়িত্বরত কর্মকর্তা দায়িত্ব অবহেলা প্রমাণিত হলেই কঠোর শাস্তির আওতায় আনা হচ্ছে। আগামী দিনে অত্যন্ত চমৎকার একটি জনমুখী জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সবসময়ই তৎপর জনপ্রশাসন মন্ত্রণালয়।
চৌদ্দটি দেশের অংশগ্রহণে তিন দিনব্যাপী এই সম্মেলনে চৌদ্দটি দেশের ১২৫টি গবেষণার বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক ৩৫ জন গবেষক।
সম্মেলনে এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।