মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি মাজারের পাশে আসর বসিয়ে গাঁজা সেবনের দায়ে এক নারীসহ ৬ ব্যক্তিকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তাদের এ দণ্ড দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম।
দণ্ডপ্রাপ্ত মাদকসেবীরা হলেন— ঢাকার ধামরাই উপজেলার ধলকুণ্ড গ্রামের মন্তোষ চক্রবর্তী (৪৫), ধনবাড়ি উপজেলার সোনামুখী বাদুড়িয়া গ্রামের চঞ্চল (৫৫), ও মির্জাপুর উপজেলার মো. আজম মোল্লা (৪০), চাঁদপুর জেলার মতলব উপজেলার ঘোড়াদাবী গ্রামের মো. ইউসুফ (৩২), জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শ্যামপুর গ্রামের মো. বাবুল (৪৪), মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের মোছা. তাসলিমা বেগম (২০)।
মাদকসেবীদের কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশরাফুল আলম বার্তা২৪.কমকে জানান, সন্ধ্যার দিকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা সাটুরিয়া সৈয়দ কালু শাহ মাজারের পাশে আসর বসিয়ে গাঁজা সেবন করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের গাঁজা সেবনরত অবস্থায় আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।