নোয়াখালীর বেগমগঞ্জের দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ৪ ছাত্রীকে অপহরণের পর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ভিকটিমের পিতা আবুল বাশার বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) পুলিশ নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসফিকুল হকের নিকট এক ভিকটিমকে ২২ ধারায় এবং চার ভিকটিমকে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করে।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রাকিব জানান, গত শনিবার (১ ফেব্রুয়ারি) প্রতিদিনের মত দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর চার ছাত্রী স্কুলে যাওয়ার পথে উপজেলার দাওয়াত খোলা বউ বাজার এলাকায় পৌঁছালে নাটেশ্বর গ্রামের আবদুলের ছেলে খোকন (২৪), সাকাওয়াত হোসেনের ছেলে রিপন (২৫) ও আবুল কালামের ছেলে শ্রাবণ (১৯) একটি সিএনজি যোগে তাদের জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায় এবং সারাদিন এক অজ্ঞাত স্থানে আটক করে তাদের শ্লীলতাহানি করে। পরে তারা শোর-চিৎকার করলে অপহরণকারীরা বিকেল ৫টায় তাদের বাড়ির পাশে এনে ছেড়ে দেয়।
এব্যাপারে রোববার ও সোমবার অপহৃতদের আত্মীয়স্বজনরা গ্রামের লোকজনদের জানালে মঙ্গলবার সন্ত্রাসীরা তাদের বাড়িতে হামলা করে ভাংচুর করে।