পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘আমরা মানুষের স্বপ্নের পুলিশ হতে চাই, জনগণের পুলিশ হতে চাই, জনতার পুলিশ হতে চাই। বর্তমানে পুলিশের সকল উদ্যোগ জনগণকে ঘিরে। পুলিশের সকল স্তরের কর্মকর্তাদের জনগণের হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২০-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ২০৪১ সালে আমরা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই উন্নত বাংলাদেশের আমরাই হবো উন্নত পুলিশ। জনগণের পুলিশ হওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের রয়েছে, মুজিববর্ষে তার প্রতিফলন হবে। এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘পুলিশে আগের অবস্থার পরিবর্তন হয়েছে। এখন পুলিশ বদলে যাচ্ছে। আমরা সত্যিকার অর্থেই বদলে যেতে চাই। আমরা জনগণের পুলিশ হতে চাই। জনগণের কাছে আমাদের একটি স্বচ্ছ ইমেজ প্রতিষ্ঠিত করতে হবে।’
জাবেদ পাটোয়ারী বলেন, ‘অল্প দিনেই সাফল্য এসেছে পুলিশের বিশেষ উদ্যোগ ৯৯৯-এ। এ সেবার মাধ্যমে পুলিশ অনেকটুকু জনগণের কাছাকাছি যেতে পেরেছে। বড় অনেক ঘটনা ঘটার আগেই ৯৯৯-এ সংবাদ চলে আসায় অনেক অপরাধ ঠেকিয়ে দিয়েছে পুলিশ। আশাকরি এ সেবার মাধ্যমে পুলিশ জনগণের আরও কাছে চলে যাবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কক্সবাজার-সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, অতিরিক্ত আইজিপি মো. জাকির হোসেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন প্রমুখ।