বগুড়ায় বসত ঘর থেকে সোনিয়া চৌহান (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে বগুড়া পৌরসভার নাটাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সোনিয়া চৌহান নাটাইপাড়া (চৌহান পট্টি) এলাকার মৃত জগদিশ চৌহানের স্ত্রী।
সোনিয়া চৌহানের বড় ছেলের স্ত্রী রীতা চৌহান বার্তা২৪.কমকে বলেন, ঘুম থেকে উঠতে দেরি দেখে সকালে মাকে ডাকতে তার ঘরে যাই। গিয়ে দেখি মায়ের নিথর দেহ বিছানায় পড়ে রয়েছে। এসময় তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিলো। পরে আমার স্বামী মিঠুন চৌহানকে বিষয়টি জানালে তিনি পুলিশে খবর দেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বার্তা২৪.কমকে বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে বৃদ্ধার ছেলে গোপাল চৌহানকে (১৭) জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে আটক করা হয়েছে।
তিনি বলেন, মরদেহটির ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট হাতে পেলেই বিস্তারিত জানা যাবে।
বগুড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাস বলেন, আটক গোপাল মানসিক রোগী। তার মা স্টোক করে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।