চুয়াডাঙ্গায় জেএসসি-জেডিসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

চুয়াডাঙ্গা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা | 2023-08-30 06:37:38

চুয়াডাঙ্গায় ২০১৯ সালের জেএসসি-জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স খেলার মাঠে এক আলোচনা সভার মাধ্যমে জেলার সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

ডায়মন্ড ওয়ার্ল্ড ঢাকার পৃষ্ঠপোষকতায় সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। আরও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী।

বক্তব্য রাখেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা। চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হুসাই।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী রায়না রাব্বি ও ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেজা কাছিদ খান। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ শিহাব উদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলার ৫৭৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সফলতার সাথে পরিচালনা করেন চুয়াডাঙ্গায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার উর্মি দেব। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে মাদক বিরোধী শপথ করান সভাপতি পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর