বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বড়আঁচড়া গ্রাম থেকে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বেনাপোলের বড়আঁচড়া গ্রামের আজিজুল ধোপার ছেলে ওমর ফারুক (৩৫) ও আব্দুর রাজ্জাকের ছেলে বিপ্লব হোসেন (৩৪)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি সদস্যরা বড়আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করে।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।