চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ২ রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। তাদেরকে কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশুহাট থেকে তাদের আটক করা হয়।
আটক দুই নারীর নাম- জুবাইরা খাতুন (২০) কক্সবাজার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আমির হোসেনের মেয়ে ও আনোয়ারা খাতুন (১৮) বালুখালি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইসমাইল হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, ডুগডুগি পশুহাটে ওই দুই নারীর কথাবার্তায় সন্দেহ হয় স্থানীয়দের। পরে দামুড়হুদা মডেল থানায় খবর দিলে পুলিশ সেখান থেকে ওই দুই নারীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে। তবে তারা কার সঙ্গে এসেছে তা বলতে পারেনি। কেন এ এলাকায় এসেছে তাও বলেনি। ধারণা করা হচ্ছে, দামুড়হুদার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার করার পরিকল্পনা ছিল পাচারকারীদের।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর কবীর জানান, এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।