লক্ষ্মীপুরের রামগঞ্জে জনতা ব্যাংকে ডাকাতি মামলার আসামি খোরশেদ আলম ওরফে খুইশ্যাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
খোরশেদ উপজেলার কাজিরখীল গ্রামের মৃত সাঈদ আলীর ছেলে। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি অস্ত্র ও আরও দুটি ডাকাতি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে কাজিরখীল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ২০১৭ সালের ৭ এপ্রিল রাতে রামগঞ্জ জনতা ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ব্যাংকের ভল্টে থাকা ২০ লাখ ৪৭ হাজার ৯১৯ টাকা লুটে নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় তখন মান্নান ও খোরশেদসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে খোরশেদ ডাকাতির ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার কাছ থেকে লুট করে নেওয়া ব্যাংকের টাকাও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের দেড় বছর পর জামিন বের হয়ে খোরশেদ পলাতক ছিল। এ মামলায় চার্জশিটভুক্ত আরও ৭ জন আসামি রয়েছে। খোরশেদ ছাড়াও আরও দুইজন কারাগারে আছে। বাকিরা পলাতক। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী বলেন, জামিনে বের হয়ে খোরশেদ দীর্ঘদিন পলাতক ছিল। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।