চুয়াডাঙ্গা ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল অফিসার, টেকনিশিয়ান ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় এবং কোনো প্রকার পরীক্ষা ছাড়া রোগীর ইউরিন রিপোর্ট দেওয়ায় ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার এসি ল্যান্ড ইসরাতজাহান (সহকারী কমিশনার ভূমি) এই ভ্রাম্যমাণ আদালতে বিচার করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার পাচকমলাপুরব গ্রামের রুনা খাতুনের ইউরিন পরীক্ষা না করিয়ে তাকে ইউরিন রিপোর্ট দেয় চুয়াডাঙ্গা ডায়াগনস্টিক সেন্টার। এছাড়া নিয়ম অনুযায়ী একজন রেজিস্ট্রার চিকিৎসক, প্রশিক্ষিত টেকনিশিয়ান এবং প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে অবস্থিত চুয়াডাঙ্গা ডায়াগনস্টিক সেন্টারে স্বত্বাধিকারী জাকির মুনসাদকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।