ভুয়া ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার, ২ মাদরাসা সুপারের কারাদণ্ড

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-28 07:25:15

বগুড়ার শেরপুরে চলতি দাখিল পরীক্ষা চলাকালীন ১২ জন ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার ও দুই মাদরাসা সুপারকে কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সীমাবাড়ি ইউনিয়নের ধনকুন্ডি আয়েশা মওলা বক্স দাখিল মাদরাসা কেন্দ্র থেকে ১২ জন ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার ও মাদরাসার দুই সুপারকে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মধ্যভাগ দাখিল মাদরাসার সুপার গুয়াগাছি গ্রামের আজিজুলের ছেলে আকবর আলী ও নাকুয়া দাখিল মাদরাসার সুপার রায়গঞ্জ উপজেলার আবুদিয়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে সেলিম উদ্দিন। বহিষ্কারকৃত পরীক্ষার্থীদের নাম জানা যায়নি।

জানা গেছে, ১২ জন ভুয়া পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এমন খবরে ওই কেন্দ্রে অভিযান চালান শেরপুরের সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলম রানা। পরে ঘটনার সত্যতা পেয়ে ১২ জন ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করে থানায় সোপর্দ করা হয়। এছাড়া দায়িত্বে অবহেলার কারণে ওই দুই মাদরাসা সুপারকে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

শেরপুরের সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলম রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর