নওগাঁর ধামইরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৩২০ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় ম্যাকডুয়েল মদসহ ১ জনকে আটক করেছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার পাগলন দেওয়ান বিওপির টহল কমান্ডার হাবিলদার কামাল হোসেনের নেতৃত্বে বিজিবি'র সদস্যরা রুপনারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেনসিডিলসহ ১টি মোটরসাইকেল আটক করেছে।
অপরদিকে শীতল মাঠ বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো.আলমগীর হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা কুমরইল গ্রামে অভিযান চালিয়ে ১৯৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ওই গ্রামের মেহেদী হাসান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
এছাড়া হাটসুল বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার শামসুল আলমের নেতৃত্বে পাড়াশাওলী নামকস্থানে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় ম্যাকডুয়েল মদ উদ্ধার করে।
১৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এএসএম রবিউল হাসান বার্তা২৪.কমকে বলেন, সীমান্তে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ নিয়ে রোববার বিকেলে মাদকদ্রব্য নিরোধ আইনে ধামুইরহাট থানায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।