নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে নকল সরবরাহ করার অপরাধে এক কলেজছাত্রকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত কলেজছাত্রের নাম তানিম আহমেদ (২০)। সে উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট শিমুলাটিয়া গ্রামের ফজল আহমেদের ছেলে। ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া একইকেন্দ্রে পরীক্ষা হলে অসাদুপায় অবলম্বনের দায়ে সায়মা শাহজাহান একাডেমি পরীক্ষা কেন্দ্রে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সোহাগ নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীর রোল নম্বর ৪৪৬২৯২।