২ মাস পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

ভোলা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ভোলা | 2023-08-30 07:39:35

ভোলার দৌলতখানে মৃত্যুর ২ মাস পর লাইজু আক্তার নামে এক গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন করেছে প্রশাসন। বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আদালতে দেয়া ভাইয়ের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য এ মরদেহ উত্তোলন করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) সদর সার্কেল মহশিন ফারুকের নেতৃত্বে ও দৌলতখান থানা পুলিশের উপস্থিতিতে উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থান থেকে ওই মরদেহ উত্তোলন করা হয়।

মহশিন ফারুক জানান, আদালতের আদেশে ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি রাতে গৃহবধূ লাইজু আক্তারকে তার শ্বশুর বাড়ির লোকজন হত্যা করে ঘরে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। পরে শ্বশুরবাড়ি সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তুলাতলি গ্রাম থেকে লাইজুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লাইজুর বড় ভাই ইসমাইল সিকদার বাদী হয়ে বোনের স্বামী তানজিলসহ ৭ জনকে আসামি করে ভোলা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত আরও খবর