চাঁপাইনবাবগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের রাস্তার পাশের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দারিয়াপুর কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের মহানন্দা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কে এ অভিযান চালানো হয়।
অভিযানে ৫০ থেকে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় সড়কের দুই ধারে অবৈধ বিলবোর্ড ও নির্মাণ সামগ্রীও সরিয়ে দেয়া হয়।
অভিযানে নেতৃত্বে থাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, সড়ক ও জনপথ বিভাগের মহাসড়কের দুই পাশে বিভিন্ন ধরনের দোকান গড়ে ওঠায় যানবাহন চলাচল ব্যাহত ও সৃষ্টি হচ্ছে যানজট। তাই সেসব অবৈধ দোকানসহ সড়কের দুই পাশের সকল স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় দারিয়াপুরে সওজের জায়গায় অবৈধ মোটর গ্যারেজ পরিচালনার দায়ে রাজু নামের একজনকে ২০ হাজার টাকা এবং হরিপুরে বিনা অনুমতিতে জায়গা দখল করে রাস্তা নির্মাণের দায়ে মারুফ ও আবদুল হাকিম নামে দুইজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানকালে সওজ নির্বাহী প্রকৌশলী আতিকুল্লাহ ভুইয়া, পৌরসভার উচ্ছেদ উপ-কমিটির প্রধান কাউন্সিলর মইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।