কুষ্টিয়ায় ব্যবসায়ী হত্যায় ৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-31 14:18:28

কুষ্টিয়ায় হাবিল ব্যাপারী নামে এক ব্যবসায়ী হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সাজা দেওয়া হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-ঝিনাইদহ জেলার সদর উপজেলার কুলবাড়ীয়া এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে রবিউল ইসলাম (৩৯), মৃত জয়নাল আবেদীনের ছেলে গোলাম সরোয়ার (৪০) ও কোটচাঁদপুর এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে আনিছুজ্জামান (৫৪)।

রায় ঘোষণার সময় সরোয়ার এবং আনিছুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর সকাল সাড়ে ৬টায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশের একটি ডোবা (শান্তিডাঙ্গা এলাকা) থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলায় তার পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইবি থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ২৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও খবর