পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সমাজ থেকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। তবে এসব অপরাধ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরগুনার পুলিশ অফিসার্স মেসের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, সমাজের সচেতন মানুষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার ব্রত নিয়ে এগিয়ে আসতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে অপরাধ দমনে কাজ করতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে র্যাব সর্বোচ্চ চেষ্টা করছে। আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ মার্চ নির্ধারণ করেছেন। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই তারা তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে পারবে। মামলাও দ্রুততম সময়ে নিষ্পত্তি হবে।
এসময় বরিশাল বিভাগের ডিআইজি শফিকুল ইসলাম, বরগুনা জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ্, পুলিশ সুপার মারুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।