ফেনীর ফুলগাজীর বৈরাগপুরে বিরল প্রজাতির একটি মেছোবাঘ আটক করেছে গ্রামবাসী।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মেছোবাঘটি আটক করে তারা।
জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে জঙ্গল থেকে মেছোবাঘটি লোকালয়ে প্রবেশ করলে স্থানীয় একটি মাদরাসার শিক্ষক ও ছাত্ররা মিলে আটক করে।
বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রাণীটির নাম ফিশিং ক্যাট বাংলায় মেছোবাঘ বলে। এলাকাবাসী বাঘটিকে আটক করে বনবিভাগে খবর দেয়। পরে বনবিভাগ ঘটনাস্থল থেকে মেছোবাঘটিকে উদ্ধার করে ফেনীর কাজীর বাগ ইকোপার্কে অবমুক্ত করে।