সাভারের আশুলিয়ায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মামুন চৌধুরী পলাশ নামের এক প্রতারক চক্রের মূল হোতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক শামিউল। এর আগে মঙ্গলবার দুপুরে আশুলিয়ার বগাবাড়ি এলাকার নিজ অফিস থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কখনো সাংবাদিক পরিচয়ে কখনো এ এন্ড ট্রেড কর্পোরেশন লিঃ নামের একটি এমএলএম কোম্পানি খুলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল সে। ইলেকট্রনিক পণ্য বিক্রি ও বিমার নামে প্রতারণা করে সাধারণ মানুষের হাজার হাজার টাকা হাতিয়ে নিতো মামুন।
একইভাবে হাবিবুর রহমান নামের প্রতারণার শিকার এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
ভুক্তভোগী হাবিবুর রহমান বার্তা২৪.কমকে বলেন, চাকরি দেওয়ার নামে ফরম পূরণের কথা বলে সাড়ে ৫'শ টাকা ও বিমার কথা বলে ৭ হাজার টাকা হাতিয়ে নেয় সে।
তিনি বলেন, আরো ২০ থেকে ২৫ জনের কাছ থেকে একইভাবে টাকা হাতিয়ে নিয়েছে বলে আমি জানি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক শামিউল জানান, প্রতারণার শিকার এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও প্রতারণার অভিযোগে মামলা হয়েছে বলেও জানান তিনি।