কাপ্তাই লেকে নৌকা ডুবে ৫ জনের মৃত্যু

রাঙামাটি, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2023-08-30 07:03:56

রাঙামাটিতে কাপ্তাই লেকে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি ডিসি বাংলো এলাকা থেকে সুবলং যাওয়ার পথে নৌকাটি ডুবে যায় বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন—রিনা (১৬), শিলা (২৬), আছমা (৩০), আফরোজা (৩০)। নিহত আরেকজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। নিহতরা সবাই চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় হাসপাতালে পাঁচজনের মরদেহ আনা হয়েছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহও পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সবশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, ডিসি বাংলো এলাকাতে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ সমন্বিতভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিখোঁজের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে প্রশাসন।

অন্য দিকে কাপ্তাই উপজেলার কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে ইসকনের পিকনিকের একটি নৌকা ডুবে গেছে।

ওই নৌকার অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করা হলেও তিন শিশু এখনও নিখোঁজ রয়েছে। তারা হলো- বিনয় (০৫), টুম্পা মজুমদার (৩০) ও দেবলীলা (১০)।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ বলেন, কাপ্তাইয়ে পৃথক নৌকাডুবির ঘটনায় তিনজন নিখোঁজের খবর শুনেছি। সেখানে নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন কাজ করছে।

এ সম্পর্কিত আরও খবর