ফরিদপুরে সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন

, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2023-08-25 18:17:11

'আট আনায় জীবনের আলো কেনা' প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে বই মেলা। শহরের অম্বিকা ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অতুল সরকার। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেরা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান খন্দকার প্রমুখ।

ফরিদপুরে সপ্তাহব্যাপী বই মেলা

এসময় বক্তারা বলেন, বই মানুষের মানুষ গঠনে যুগান্তকারী ভূমিকা রাখে। বই পাঠের কোনো বিকল্প নেই। এটি এমন একটি সম্পদ যা অতীতের সাথে বর্তমানের সেতু বন্ধন রচনা করে। মানুষের মগজে পুষ্টির জোগান দেয় বই। আজ মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা কমে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইন্টারনেটে বেশি আসক্ত হয়ে পড়েছে সবাই। এ প্রবণতা কমিয়ে বই পড়ার ব্যাপারে সবাইকে উৎসাহিত হতে হবে, সকলকে উৎসাহিত করতে হবে।

মেলায় ফরিদপুর প্রেসক্লাবের ১টি স্টলসহ মোট ৩১টি স্টল রয়েছে। স্টলগুলি থেকে বই কেনা ও দেখার সুযোগ থাকবে। মেলা চলবে আগামী শুক্রবার ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ সম্পর্কিত আরও খবর