দ্বন্দ্বে বিভক্ত আটরশির উরস হচ্ছে শেরপুরেও

ফরিদপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2023-08-31 12:43:20

দীর্ঘদিন ধরেই দরবারের নেতৃত্ব নিয়ে আটরশির পীরের দুই ছেলে পীরজাদা আলহাজ্ব খাজা মাহফুজুল হক ও পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তাফা আমীর ফয়সালের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

গত বছর ফেব্রুয়ারি মাসে জাকের পার্টির চেয়ারম্যান আমীর ফয়সাল পুত্র সায়েম আমীর ফয়সালের একটি ফেসবুক পোস্ট, তাদের দরবারে প্রবেশে বাধা, মুরীদানদের দুগ্রুপে বিভক্ত হওয়া, প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্য দিয়ে দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে।

আর ২০২০ সালে সেই দ্বন্দ্বের জেরে ফরিদপুরে আটরশি ও শেরপুরের পাকুরিয়া আলাদা ভাবে উরস করছে পীরের দুই ছেলে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন দুই স্থানেই এই উরস চলবে। জানা গেছে, ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি জাকের মঞ্জিলে বড় ছেলে মাহফুজুল হক আর ছোট ছেলে আমীর ফয়সাল শেরপুরে উরস করছেন।

দেশের বিভিন্ন জেলার লাখ লাখ মানুষের উপস্থিতির কারণে গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটি বিভক্ত হওয়ায় দুই পুত্রের বিভাজনে দরবারে ভক্তবৃন্দও পড়েছেন উভয় সংকটে।

রাজু মোল্যা নামের এক ভক্ত বলেন, হুজুরের দুই ছেলের দ্বন্দ্বে দুই দিকে উরস হচ্ছে কোথায় যাবো বুঝতে পারছি না। আমরা দুজনকেই ভালবাসি তাই এমন আলাদা অনুষ্ঠানে নিজেদের কাছে খারাপ লাগছে। তিনি বলেন, তাদের বিভক্তির কারণে ভক্তরাও দুই ভাগে ভাগ হয়ে কেউ শেরপুর কেউ ফরিদপুরে আসছেন।

এ বিষয়ে মাহফুজুল হকের পক্ষে থাকা দরবার শরীফের এক খাদেম বাকু মল্লিক বলেন, নিয়ম অনুযায়ী আমরা আটরশিতে উরস করছি। বাবার উরস অন্য কোথাও করলে তা গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, এরই মধ্যে হাজার ভক্তবৃন্দ উরসে অংশগ্রহণ করতে চলে এসেছেন।

জাকের পার্টির প্রেস সচিব শামীম হায়দার বার্তা২৪.কম কে বলেন, দরবারের ভেতর স্থানীয় কিছু সন্ত্রাসী প্রকৃতির মানুষ অবস্থান নিয়েছে। সেখানে যাওয়ার মতো অবস্থা নেই। তাই আমরা বাবার জন্মস্থান আদি বাড়ি শেরপুরে উরস করছি। লাখো ভক্তবৃন্দ এরই মধ্যে এখানে হাজির হয়েছেন। এখানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর