‘মাদককে না বলুন’-এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জে আয়োজন করা হয়েছে সাইকেল র্যালির। মুন্সিগঞ্জ সাইক্লিস্ট এর সহযোগিতায় র্যালির আয়োজন করেছে ঢাকা রাউন্ড টেবিল।
চলতি বছরের ১৩ মার্চ র্যালি অনুষ্ঠিত হবে। আয়োজকরা আশা করছেন, র্যালিতে দুই শতাধিক সাইক্লিস্ট যোগ দেবেন।
এদিন মুসিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু করে সুপার মার্কেট-হাসপাতাল রোড, মানিকপুর-মুক্তারপুর পেট্রোল পাম্প- মুক্তারপুর ফেরিঘাট - পঞ্চসার - নয়াগাঁও -পুরাতন বাসস্ট্যান্ড - সুপার মার্কেট হয়ে পুনঃরায় শহীদ মিনারের সামনে এসে শেষ হবে।
ঢাকা রাউন্ড টেবিল একটি সেবামূলক সংগঠন। ১৯২৭ সালে ইংল্যান্ডের নরউইচ শহরে রাউন্ড টেবিল প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবিহকতায় ২০১৩ সালে বাংলাদেশের সামাজিক উন্নয়নসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে ঢাকা রাউন্ড টেবিল।