বঙ্গোপসাগরে মালেয়শিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে ভাসমান অবস্থায় আরও এক নারীর মৃতদেহ উদ্ধার করেছেন কোস্টগার্ড।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ছেড়াদ্বীপের দক্ষিণের এলাকা থেকে মধ্য বয়সী নারীটির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মৃতদেহটি একজন রোহিঙ্গার।
সেন্টমার্টিন কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট নায়িম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বঙ্গোপসাগর থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় একই এলাকা থেকে একই বয়সের আরেক নারীর মৃতদেহ উদ্ধার হয়। এর আগে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় ১৫ জনের মৃতদেহসহ ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তখন থেকে নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া নৌ-বাহিনীও এ অভিযানে অংশ নিয়েছেন।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি ভোরে সেন্টমার্টিনের কাছাকাছি বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারে ১৩৮ জন যাত্রী ছিল। ট্রলার ডুবির ঘটনায় ১৫ জন নিহত হন। পরে কোস্টকার্ড অভিযান চালিয়ে ৭৩ জনকে জীবিত উদ্ধার করে।
এ ঘটনায় ১৯ জন দালালকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করে কোস্টগার্ড। এই মামলায় এ পর্যন্ত ৯ জনকে আটক করেছে পুলিশ।