টাঙ্গাইলে পরীক্ষায় নকল করায় ৬ শিক্ষার্থী ব‌হিষ্কার

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-25 19:09:18

ট‌াঙ্গাই‌লের ভূঞাপু‌রে দা‌খিল পরীক্ষায় অসাদুপায় অবলম্ব‌নের দা‌য়ে ৬ শিক্ষার্থী‌কে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১৫ ফেব্রুয়া‌রি) ভূঞাপুর ফা‌যিল মাদরাসা কে‌ন্দ্রে দা‌খি‌লের ইং‌রে‌জি দ্বিতীয়পত্র পরীক্ষায় নকল করায় তাদের ব‌হিষ্কার করা হয়।

ব‌হিষ্কৃত অর্জুনা দা‌খিল মাদরাসার ৩ জন, পল‌শিয়া দা‌খিল মাদরাসার  ২জন ও আগ‌তে‌রিল্ল‌্যা দা‌খিল মাদরাসার ১ জন শিক্ষার্থী।

ভূঞাপুর ফা‌যিল মাদরাসার কেন্দ্র স‌চিব আব্দুছ সোবহান জানান, দা‌খিলের ইং‌রে‌জি দ্বিতীয়পত্র পরীক্ষায় নকল করার সময় ওই ছয়জন শিক্ষার্থী‌কে ব‌হিষ্কার ক‌রেন উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি ) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মো. আসলাম হোসাইন। ব‌হিষ্কৃতরা উপ‌জেলার বি‌ভিন্ন মাদরাসার শিক্ষার্থী।

এ সম্পর্কিত আরও খবর