নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা ইসদাইর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান দমকল কর্মীরা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটায় ইসদাইর বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় প্রায় অর্ধশত ঝুটের গোডাউন, দোকান ও বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৩টায় আমরা ঘটনাস্থলে এসেছি। প্রবেশ মুখসহ বিভিন্ন জটিলতায় আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের একটু বেগ পেতে হয়েছে। তবে আমরা খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাজারের প্রায় ৬০-৭০টি দোকান, ঝুটের গোডাউন ও ঘর পুড়ে গেছে। এছাড়া আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে বিস্তারিত বলা সম্ভব হবে বলেও জানান তিনি।