প্রেমের মিলন ঘটল কাশিমপুর কারাগারে

গাজীপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2023-08-24 15:33:31

প্রায় দুই বছর ধরে চলমান সম্পর্কের এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন প্রেমিকা আয়শা। সে সময় প্রেমিক স্বপনকে বিয়ের কথা বললে সম্পর্ক অস্বীকার করেন। সম্পর্ক অস্বীকারের পর নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন আয়শা। এক বছর ১ মাস ২৮ দিন বন্দী থেকে কারাগারেই প্রেমিকাকে বিয়ে করতে বাধ্য হলেন সেই প্রেমিক।

বলছিলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার চিনাশুখানিয়া গ্রামের আব্দুল হকের ছেলে মো. স্বপন মিয়া ও একই এলাকার আব্দুল কাদিরের মেয়ে আয়শা খাতুনের প্রেমের শেষ পরিণতির কথা। থানা-পুলিশ ঘুরে অবশেষে তাদের মিলন হল জেলখানায়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর অফিসকক্ষে তাদের বিয়ে পড়ান স্থানীয় কাজী আশরাফুল আলম।

সংশ্লিষ্ট কারাগারের জেলার বাহারুল ইসলাম জানিয়েছেন, গত ২৮ জানুয়ারি উচ্চ আদালত দুজনের বিয়ে সম্পন্ন করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। নির্দেশের কপি ১৩ ফেব্রুয়ারি কারাগারে আসার পর বিয়ের প্রস্তুতি শুরু হয়। দুই পক্ষের পরিবারের সদস্যদের খবর দিয়ে কারাগারে আনা হয়। এরপর তাদের উপস্থিতিতেই বিয়ে সম্পন্ন হয়।

কারাগার, বর ও কনের পরিবারিক সূত্রের তথ্যমতে, প্রায় দুই বছর ধরে স্বপনের সঙ্গে আয়েশা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অন্তঃসত্ত্বা হওয়ার পর বিয়ের জন্য চাপ দিলে সম্পর্ক অস্বীকার করেন স্বপন মিয়া।

এরপর ২০১৮ সালের ১২ ডিসেম্বর শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নম্বর ৪৪) করেন আয়শা। ছয়দিন পর ১৮ ডিসেম্বর গ্রেফতার হয়ে এখনও পর্যন্ত কারাগারেই আছেন স্বপন মিয়া।

এ সম্পর্কিত আরও খবর