বসন্ত বন্দনায় উৎসবের রং চায়ের দেশে

মৌলভীবাজার, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা ২৪.কম, মৌলভীবাজার | 2023-09-01 08:24:22

“বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা, কারা যে ডাকিলো পিছে, বসন্ত এসে গেছে গানের কথাগুলো যেনো হৃদয়ে বসন্তের দখিনা পবনের দোল দিয়ে যায়। দেখতে দেখতে শীত শেষ, বসন্ত এসে গেছে। বসন্তের বন্দনায় উৎসবের রং লেগেছে চায়ের দেশ শ্রীমঙ্গলে। স্থানীয় শিল্পী কল্যাণ সংস্থার উদ্যোগে ক্ষুদে শিল্পীদের নাচ, গান এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল শহরের শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল মাঠ প্রাঙ্গণে শিল্পী কল্যাণ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব।

এ সময় তরুণীরা ফুলের টায়রা মাথায় দিয়ে ও খোঁপায় নানা রঙ্গের ফুল গুঁজে সেজে আসেন উৎসব প্রাঙ্গণে। এবারকার উৎসব পালনে নতুনত্বের পাশাপাশি এখন সাজেও এসেছে ভিন্নতা। বাসন্তী রঙয়ের পোশাকের পাশাপাশি গেরুয়া হলুদ, সরষে হলুদ এমনকি লাল রঙয়ের পোশাক পরেছে তরুণ- তরুণীরা। বসন্ত উৎসবকে ঘিরে নানা বয়সের মানুষের সমাগমে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

বসন্ত উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু, বুলবুল আনাম, দেবাশীষ চৌধুরী রাজা, ডা. বিনেন্দু ভৌমিক, মোমিনুল হোসেন সোহেল, তারেক ইকবাল চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার প্রমুখ।

বসন্ত উৎসবে বিকেল থেকেই বিভিন্ন দেশীয় খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মহিলাদের জন্য ছিল আকর্ষনীয় বালিশ খেলা, হাঁড়ি ভাঙ্গা, রঁশি টানাটানি, মিউজিকেল চেয়ার, ছোট্ট শিশুদের ছিলো বসন্ত সাজ প্রতিযোগিতা, (বসন্ত বিলাসী, বসন্ত রাজ, পলাশ শিমুল), চকলেট লুট, মোরগের লড়াই, পুরুষদের জন্যও ছিলো রশি টানাটানি ইত্যাদি।

পরে অডিটোরিয়ামে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে বিকেলে উৎসব অঙ্গন থেকে বাঙালি ঐতিহ্যের নানা নিদর্শনে সজ্জিত হয়ে একটি শোভাযাত্রা বের হয়। এতে সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। এ বসন্ত বরণ উৎসবে বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর