কুষ্টিয়ায় পলাশ নামে এক কলেজছাত্রকে হত্যার দায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমানের আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— কুষ্টিয়া জেলার চৌড়হাস আদর্শপাড়ার আব্দুর রশিদের ছেলে রাকিবুল ইসলাম, এরশাদনগরের মাহাতাব উদ্দিনের ছেলে সুজন, পূর্ব মজমপুর ঝাউতলার নান্নু আহম্মেদের ছেলে শাহরিয়ার নাঈম রাব্বি এবং চৌড়হাস ফুলতলা কলোনির কোহিনুরের ছেলে পিয়াস।
২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর পলাশকে আসামিরা মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। নিহত পলাশের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ মামলায় দীর্ঘ শুনানি শেষে রোববার আদালত পেনাল কোডের ৩০২ ধারায় চার আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর আসামিদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।