ইতিহাস বিভাগের দাবিতে বশেমুরবিপ্রবি’তে আন্দোলন

গোপালগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ | 2023-08-18 13:10:54

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে ১১দিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিক্ষোভে উত্তাল রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

রোববার বেলা ২টায় প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে কারিমুল হক ও আবতাবুজ্জামান সংবাদ সম্মেলন করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাদের চলমান আন্দোলনের নানা কর্মসূচি ঘোষণা করেন। ইতিহাস বিভাগের অনুমোদন দেওয়াসহ যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণায় অনড় রয়েছে আন্দোলনকারীরা।

যদিও শিক্ষকেরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আনুষ্ঠানিক একটি বৈঠক করে আন্দোলন স্থগিত করার অনুরোধ জানায়। এ সভায় ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোঃ শাহজাহান উপস্থিত ছিলেন।

এদিকে, লাগাতার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস ও ল্যাব পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। সেই সাথে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করে দিয়েছে। প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা মেরে দেয়ায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করায় শিক্ষার্থীরা আন্দোলনে নামে। বর্তমানে এ বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত।

এ সম্পর্কিত আরও খবর