টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় গোলচত্বর এলাকায় বাসচাপায় মায়েন উদ্দিন হামেম ও সাদিয়া ইসলাম ওরফে নদী নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা দুইজনই টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে ইন্টার্নি চিকিৎসক হিসেবে কর্মরত ছিল।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মায়েন উদ্দিন হামেম লক্ষ্মীপুরের মনোহরপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে এবং নিহত সাদিয়া ইসলাম নদী গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও গ্রামের সাইদুর রহমানের মেয়ে।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থানার উপপরিদর্শক (এসআই) জায়েদ আব্দুল্লাহ বিন সরোয়ার বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোবিন্দগঞ্জ ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১১-০০৭৫) গাড়িটি সেতুর পূর্ব পাড় গোলচত্বর পার হওয়ার সময় দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। এঘটনায় ঘাতক বাসটিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকা থেকে আটক করা হয়। তবে এর আগে গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়।