বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নয়ন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শহরের নিশিন্দারা খাঁপাড়া এলাকায় একটি বাগানের মধ্যে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন নিশিন্দারা চকরপাড়ার আব্দুল মজিদের ছেলে। তিনি পেশায় প্রাইভেটকার চালক।
গত ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে একই এলাকায় নিহত নয়নের খালাতো ভাই তুহিনকে (২২) দুর্বৃত্তরা পেটে ছুরিকাঘাত করে। তুহিন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার রাতে নয়ন তার খালাতো ভাই তুহিনকে হাসপাতালে দেখতে যায়। সেখান থেকে স্থানীয় নূরানি মোড়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়। রাত ১১টার দিকে নিশিন্দারা খাঁপাড়ায় ওমর ফারুক স্কুলের পিছনে মেহগনি বাগানে নয়নকে ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ১৩ ফেব্রুয়ারি রাতে ইসলামী জলসা দেখে ফেরার পথে তুহিনকে ছুরিকাঘাত করা হয়। ধারণা করা হচ্ছে তুহিনের সহযোগী হিসেবেই নয়নকে খুন করা হয়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বার্তা২৪.কমকে বলেন,ঘটনার পর এলাকায় অভিযান শুরু করা হয়েছে। কাউকে আটক করা যায়নি।