ঘন কুয়াশায় সেতুতে টোল আদায় বন্ধ, মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-27 17:14:28

ভোর থেকে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু‌র পূর্ব ও পশ্চিমে টোল আদায় বন্ধ রেখেছে সেতু কর্তৃপক্ষ। সেতু কর্তৃপক্ষের ভাষ্যমতে, কুয়াশা এতই বেশি যে দৃষ্টি সীমার ৩০ এর নীচে নেমে গেছে। ফলে সেতুতে দুর্ঘটনার আশঙ্কায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সেতুর উভয় পারে টোল আদায় বন্ধ থাকে। এতে করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ১৮ ও সেতুর পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের নলকা ব্রিজ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপ‌রিদর্শক জায়েদ আব্দুল্লাহ বিন সরোয়ার জানান, কুয়াশার কারণে সেতুতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সোমবার ভোর ৫টা থেকে সেতুর টোলপ্লাজায় টোল আদায় বন্ধ রা‌খে। এতে করে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপ‌শ্চিম থানার অফিসার ইনচার্জ সৈয়দ শ‌হিদ আলম বলেন, সেতুতে টোল আদায় বন্ধের কারণে মহাসড়কে এমন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সেতুতে পুনরায় টোল আদায় শুরু হলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

এ সম্পর্কিত আরও খবর