কুয়াশার কারণে দীর্ঘ চার ঘণ্টা বন্ধ থাকার পর বঙ্গবন্ধু সেতুতে পুনরায় টোল আদায় শুরু হয়েছে।
টোল আদায় শুরু হওয়ায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে কুয়াশা দৃষ্টি সীমার ৩০ এর নিচে নেমে যাওয়ায় সেতুতে যানবাহন চলাচল বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) জায়েদ আব্দুল্লাহ বিন সরোয়ার জানান, ভোরে ঘন কুয়াশার কারণে টোল আদায় বন্ধ থাকে। পরে সকাল ৯টার পর কুয়াশা কমে গেলে টোল আদায় শুরু ও যান চলাচল স্বাবাভিক হয়।
আরও পড়ুন: ঘন কুয়াশায় সেতুতে টোল আদায় বন্ধ, মহাসড়কে তীব্র যানজট