ধান সংগ্রহে লটারি, সাদুল্লাপুরে ১০২ জন কৃষক নির্বাচিত

গাইবান্ধা, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-10 13:04:44

সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে আমন ধান সংগ্রহ করার লক্ষ্যে লটারির মাধ্যমে গাইবান্ধার সাদুল্লাপুরের ১০২ জন কৃষক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উন্মুক্ত লটারি অনুষ্ঠানে তাদের নির্বাচিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়ার খান বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার জিল্লুর রহমান, কৃষক লীগের সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা প্রমুখ।

উপজেলা কৃষি কমকর্তা খাজানুর রহমান বার্তা২৪.কম-কে জানান, চলতি আমন মৌসুমে ২৬ টাকা কেজি দরে সরকারিভাবে লটারি করে ১০২ মেট্রিক টন ধান কেনার জন্য ১০২ জন কৃষককে নির্বাচিত করা হয়। এর আগে ১৬৮৫ মেট্রিক টন আমন ধান সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর