বরিশালের আমতলী উপজেলার বেশ কয়েকটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে।
সোমবার (১৭ ফেব্রয়ারি) দিনভর এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকী।
তিনি বলেন, উপজেলার অবৈধ ইটভাটাগুলোতে দিনভর অভিযান চালানো হয়। এসময় উপজেলার শাখারিয়ার ঢাকা ব্রিকসের লক্ষাধিক কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। এছাড়া সেকান্দার খালীগ্রামের কিম ও উত্তর টিয়াখালী গ্রামের এমএসবি নামের ২টি ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় ইটভাটা সিলগালা ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটায় অভিযান চালানো হবে বলেও জানান তিনি।