নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গ্যাসের চুলা হতে সংঘটিত অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের আটজনের মধ্যে আরও একজন মারা গেছেন। ওই ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল দুই।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরজাহান বেগম (৬০)। আর মধ্যরাতে মারা যান নুরজাহানের ছেলে কিরন মিয়া (৫০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কিরন মিয়ার শরীর ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এখনও চিকিৎসা নিচ্ছেন একই পরিবারের আরও ৬ জন।
চিকিৎসাধীন আহতরা হলেন- হীরণ (২৫) ও তার স্ত্রী মুক্তা (২০) মেয়ে লিমা (৩), আবুল হোসেন (২২), কাওসার (১৬) এবং আপন (১০)।
দগ্ধের স্বজন ইলিয়াস জানান, সোমবার ভোরে বাসার চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে সমস্ত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের আটজন দগ্ধ হন।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, সারারাত চুলা থেকে গ্যাস বের হবার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।