প্লাস্টিকের বস্তায় চাল সরবরাহ করায় অর্থদণ্ড

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-08-31 13:39:27

ময়মনসিংহের গৌরীপুরে প্লাস্টিক বস্তায় চাল সরবরাহ করায় স্থানীয় দুটি রাইস মিলে অভিযান চালিয়ে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মিল দুটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুতি ধর।

জানা গেছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উপজেলার হাসিম অটো রাইস মিল ও বসাক অটো রাইস মিল চাল উৎপাদন করে প্লাস্টিকের বস্তায় প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করতো।

মঙ্গলবার দুপুরে ওই দুটি মিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তা জব্দ করে। এ সময় হাসিম অটো রাইস মিলকে ২০ হাজার ও বসাক অটো রাইস মিলকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুতি ধর বলেন, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ মোতাবেক দুটি মিলকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জব্দকৃত প্লাস্টিকের বস্তা পুড়িয়ে দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর