বেগমগঞ্জে অর্ধশত দোকান পুড়ে ছাই, ৮ কোটি টাকার ক্ষতি

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-26 13:25:03

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে আগুনে অন্তত অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আট কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে গোলাবাড়িয়া কাঁচা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা ও চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, রাত ২টার দিকে গোলাবাড়িয়া কাঁচা বাজারের পূর্ব দিকের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের দু’টি করে ইউনিট এসে প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। কিন্তু ততক্ষণে সবজির আড়ত, হাঁস-মুরগির দোকান, মুদি দোকান ও দু’টি বাসাসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বেগমগঞ্জে অর্ধশত দোকান পুড়ে ছাই, ছবি: বার্তা২৪.কম

চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শহিদুর রহমান স্বপন জানান, আগুনে অন্তত ৬০টি দোকান ও পাশ্ববর্তী কয়েকটি বাসার মূল্যবান মালপত্র ও নগদ টাকা পুড়ে গেছে। এতে প্রায় আট কোটি টাকার ক্ষতি হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর