বগুড়ায় বাস খাদে পড়ে নিহত ২

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-24 22:40:10

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ১৫ জন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কে কিচক বন্দরের অদূরে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন বাসের হেলপার শহিদুল ইসলাম (৪৫) ও অটো রিক্সা চালক দিলবর রহমান (৪৮)।

জানা গেছে, জয়পুরহাট থেকে বগুড়াগামী আধুনিকা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস কিচক বন্দরের অদূরে একটি ফিলিং স্টেশনের সামনের সড়কে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে খাদে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে অটোরিকশা চালক দিলবর ও বাসের হেলপার শহিদুল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের নীচে চাপা পড়ে থাকা বাকি যাত্রীদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বার্তা২৪.কমকে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা হতাহতদের উদ্ধার করেছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর