অবৈধ ইটভাটা ভেঙে ফেলার প্রতিবাদে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে ইটভাটার শ্রমিকসহ এলাকাবাসী। পরে পুলিশের হস্তক্ষেপে রাস্তা থেকে সরে যায় অবরোধকারীরা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে পরিবেশ অধিদফতর ধামরাইয়ে ইটভাটায় অভিযান চালায়। বেলা ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় অবরোধ করে ইটভাটার শ্রমিকসহ এলাকাবাসী।
এলাকাবাসী ও শ্রমিকরা জানান, এসব ইটভাটায় কাজ করে এখানকার অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। অভিযান চালিয়ে তাদের পেটে লাথি মারা হচ্ছে। তারা বলেন, এখানে অনেক ইটভাটা আছে। তার মধ্যে দুই একটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান হলে সব ভাটায় অভিযানের দাবি জানান তারা। এসময় ইটভাটা ভেঙে তাদের জীবিকায় আঘাত করার অভিযোগ এনে তারা রাস্তা অবরোধ করেন।
এসময় পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। সকাল থেকে এ পর্যন্ত ২টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো অভিযান চলছে।
ধামরাই থানার পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন, শ্রমিকরা রাস্তা অবরোধ করার সাথে সাথেই তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।