নোয়াখালী সদরের ড. বশির আহমেদ কলেজের দুইশতাধিক শিক্ষার্থীদের ফ্রি হেলথ মেডিকেল চেক-আপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ আনুষ্ঠানিকভাবে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন এবং ঔষধ ও যন্ত্রপাতি হস্তান্তর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ নজরুল ইসলাম, ধর্মপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা মিয়া ফুটবল, ভাটিরটেক চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শিক্ষক নজির আহমেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা মিরাজ উদ্দিন, নুর আলম মাষ্টার, সাংবাদিক আকবর হোসেন সোহাগ প্রমুখ।
এর আগে প্রতিষ্ঠাতা সভাপতি ড. বশিরের আগমনে শত শত ছেলে মেয়ে ও এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি ভাটিরটেক চৌমুহনী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, যারা বাজারের একমাত্র সরকারী দিঘী ভরাট করে পানি শূন্যতা করেছেন আমি তাদের বিরুদ্ধে জনসাধারণের পক্ষে উচ্চ আদালতে আইনগত ব্যবস্থা নিব। কারণ এ দিঘী সরকারী অর্থায়নে খনন করা হয়েছে। দিঘীতে পানি না থাকার কারণে বাজারের অনেক দোকান পাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে।