রাজবাড়ীতে দুই ইটভাটাকে লাখ টাকা জরিমানা

রাজবাড়ী, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-27 11:37:31

রাজবাড়ীর সদরের শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদীজয়পুরে দুই ইটভাটার মালিকের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর রাজবাড়ীর সহকারী পরিচালক শরিফুল ইসলাম। জরিমানা হওয়া ইটভাটা দুটি হলো মেসার্স একেবি ব্রিকস ও মেসার্স একেএম ব্রিকস।

শরিফুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ইট তৈরির সময় আকৃতি বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু এই ভাটার মালিকরা নির্ধারিত মাপ কৌশলে অমান্য করে ক্রেতাদের ঠকাচ্ছে। এতে করে ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একারণে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

মেসার্স একেবি ব্রিকসকে ১ লাখ ও মেসার্স একেএম ব্রিকস ভাটাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর