শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার হাজী আব্দুল হাকিম মৃধা ও তার স্ত্রী হাজেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। তারা পলাতক রয়েছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ রায় ঘোষণা করেন শরীয়তপুরের জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ভেদরগঞ্জ উপজেলার কাইচকুড়ি গ্রামের রোমান গোলদার (৩২), সুমন গোলদার (৩০), মমতাজ বেগম (৫৮), সহিদুল্লাহ সহিদ (৩২) ও বেলায়েত (৩০)।
জানা গেছে, ২০১২ সালের ২২ জুন রাতে ভেদরগঞ্জ উপজেলার কাইচকুড়ি গ্রামের আব্দুল হাকিম মৃধা ও তার স্ত্রী হাজেরা বেগম খাবার খেয়ে নিজেদের দুই তলা বাড়ির নিচ তলার একটি রুমে ঘুমিয়ে পড়েন। পূর্ব শত্রুতার জেরে ওই রাতে রুমের জানালার গ্রিল ভেঙে শ্বাসরোধে তাদের হত্যা করে আসামিরা। এ ঘটনায় ২৩ জুন তাদের ছেলে মো. আবু আলম মৃধা বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।