কুষ্টিয়ায় দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলী।
তিনি জানান, নিয়ম বহির্ভূতভাবে ইটভাটা পরিচালনার দায়ে ও ড্রাম চিমনি ব্যবহারসহ জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে সদর উপজেলার পূর্ব রাতুলপাড়া, কাঞ্চনপুর ও জোতপাড়া নামক এলাকায় অবস্থিত মেসার্স রায়হান ব্রিকসকে এক লাখ টাকা ও মেসার্স রায়হান ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের পরিদর্শক কমল কুমার বর্মণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।