ঝিনাইদহে হঠাৎ করেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। কুয়াশার কারণে কয়েক হাত দূরের দৃশ্য দেখা দুরূহ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। কুশায়ার কারণে স্বাভাবিকের চেয়ে কিছুটা কমেছে তাপমাত্রা। সড়ক মহাসড়কগুলোতে দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
ঘন কুয়াশার কারণে শহরে মানুষের উপস্থিতি কম থাকলেও থেমে নেই কর্মজীবী মানুষের চলাচল। জীবিকার তাগিদে তারা নির্ধারিত সময়েই বেরিয়ে পড়েছেন রাস্তায়। মাঠ ঘাটে কাজ করছেন কৃষকেরা। অতিরিক্ত কুয়াশার কারণে গম, ছোলা, মশুরসহ বিভিন্ন ফসলের ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন চাষিরা।
কৃষকরা বলছেন, কুয়াশার কারণে গম, ছোলা, মশুর ও পেঁয়াজসহ ফসলের ক্ষতি হবে। এছাড়াও নষ্ট হয়ে যেতে পারে আমের মুকুল ও কাঁঠাল।