জয়পুরহাটে জাতীয় নজরুল সম্মেলন শুরু শনিবার

জয়পুরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জয়পুরহাট | 2023-08-31 01:55:48

জয়পুরহাটে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইশরাত ফারজানা বলেন, ‘জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে বিভিন্ন স্থান থেকে শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিরা জয়পুরহাটে আসবেন। ইতোমধ্যে অনুষ্ঠানকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালির পর কর্মসূচির উদ্বোধন করা হবে।’

সংবাদ সম্মেলনে সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার হক, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম সোলায়মান আলী, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

তিন দিনের এ কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, সংগীত, নৃত্য, নজরুলের জীবন পরিক্রমা, তথ্যচিত্র প্রদর্শনী ও গ্রন্থমেলা। এ অনুষ্ঠানে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন। জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। কবি নজরুল ইনস্টিটিউট, জয়পুরহাট জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর