সড়ক দুর্ঘটনা রোধে সাদুল্লাপুরে অত্যাধুনিক ডিভাইস

গাইবান্ধা, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-09-01 17:19:39

সড়ক দুর্ঘটনা রোধ করতে ‘ড্রাইভার স্মার্ট এলার্ট সিস্টেম টু প্রিভেন্ট রোড অ্যাক্সিডেন্ট’ নামে তৈরিকৃত অত্যাধুনিক ডিভাইস গাইবান্ধার সাদুল্লাপুরে উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফ্রেব্রুয়ারি) সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে ডিভাইসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল মতিন।

এর আগে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ। বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক জলিল সরকার, ড. প্রফেসর আবু সাঈদ মো. নুরুল ইসলাম, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক সভাপতি মাহামুদুল হক মিলন প্রমুখ।

আলোচনা শেষে ডিভাইস তৈরিকারক মাহিন মিয়া ও সানোয়ার হোসেন ডিভাইসটি ব্যবহার-কার্যক্রম বিষয়ে আলোচনা করেন। এরপর অতিথিদের উপস্থিতিতে জেলা প্রশাসক আবদুল মতিন ডিভাইসটি উদ্বোধন করেন।

ক্ষুদে বিজ্ঞানি মাহিন মিয়া গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাতিল্যাকুড়া গ্রামের আব্দুর জোব্বার মিয়ার ছেলে ও অপর বিজ্ঞানি সানোয়ার হোসেন বগুড়া জেলার বাসিন্দা। তারা কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল বিভাগের পঞ্চম ব্যাচের ছাত্র।

ডিভাইসটি সম্পর্কে মাহিন ও সানোয়ার জানান, ড্রাইভার স্মার্ট এলার্ট সিস্টেম টু প্রিভেন্ট রোড অ্যাক্সিডেন্ট নামের ডিভাইসটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এটি সড়ক নিরাপদ এবং নিয়ন্ত্রণ যন্ত্র। সড়ক দুর্ঘটনা হ্রাস করাই ডিভাইসটির কাজ। ডিভাইস গাড়ির বডিতে স্থাপন করে গাড়ি চালালে রুট পরিবর্তন করলে মালিক কর্তৃপক্ষকে জানাবে। গাড়ি চুরি হলে খুঁজে বের করে দেওয়া সম্ভব। গাড়ি ডাকাতির কবলে পড়লে অটোমেটিক পুলিশের ৯৯৯ নম্বরে কল যাবে। এছাড়া যাত্রীরা স্ক্রিনে লাইভ লোকেশন এবং বর্তমান অবস্থা জানতে পারবে, যা দেশের সবার কল্যাণে ব্যবহার হবে।

এ সম্পর্কিত আরও খবর