রাজবাড়ী বইমেলার সময় বৃদ্ধির দাবি

রাজবাড়ী, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-14 12:37:47

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে শুরু হয়েছে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা। সময় স্বল্প হওয়ায় দ্বিতীয় দিনেও জমে উঠেনি মেলা।

স্টল মালিকদের অভিযোগ মেলার উদ্বোধন ও স্টলগুলো সাজাতে সাজাতেই মেলার নির্ধারিত সময় শেষ হয়ে যায়। ফলে বই বিক্রি তেমন একটা হয়না। তাই বইমেলার সময় বৃদ্ধির দাবি জানান স্টলের মালিকরা।

বইমেলায় স্টল দেওয়া প্রতিভা প্রকাশ প্রকাশনীর দায়িত্বরত প্রতিনিধি মো. রেজওয়ান শেখ ও জান্নাতুল কলি বার্তা২৪.কমকে বলেন, তিন দিন দেখতে দেখতেই চলে যায়। তাই আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি মেলার সময় যেন বাড়ানো হয়। সময় বাড়ালে দর্শনার্থী বাড়বে। আর দর্শনার্থী বাড়লে বই বিক্রি বাড়বে।

দ্বিতীয় দিনেও জমে উঠেনি মেলা

মেলায় ঘুরতে আসা বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবা, প্রান্ত, আকাশ বলেন, বন্ধুরা মিলে ঘুরতে এসেছি। শেষ দিনেও আসব। যেহেতু কালকে শেষ হয়ে যাবে মেলা, তাই আজ কয়েকটি বই কিনব। তবে মেলার সময় বাড়ালে ভালো করে ঘুরে ঘুরে দেখেশুনে বই কিনতে পারতাম। তাই আমরা চাই প্রশাসন যেন বইমেলার সময় বাড়ান।

বইমেলায় আসা কবি সালাম তাসির বার্তা২৪.কমকে বলেন, এবারের বই মেলায় আমার চারটি বই এসেছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মেলার দ্বিতীয় দিন হলেও মেলায় চোখে পড়ার মত তেমন কোনো ভিড়ই লক্ষ্য করা যায়নি। তাই আমরাও চাই মেলার সময় তিন দিনের পরিবর্তে সাত দিন করা হোক।

সবার দাবি তিন দিনের পরিবর্তে মেলা সাত দিন করা হোক

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) মো. রফিকুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, অনেকেই সময় বাড়ানোর দাবি তুলেছেন। সেজন্য হয়তো মেলা একদিন বাড়তে পারে। তবে যদি সময় বাড়ে তাহলে সেটা স্টল মালিকদের নিজ দায়িত্বে পরিচালনা করতে হবে।

উল্লেখ্য, বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বইমেলার শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। মেলা শেষ হবে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে। এবারের অমর একুশের বইমেলায় মোট স্টল ৪৬টি। মেলায় প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সম্পর্কিত আরও খবর