মাপে কারচুপি, ২ ইটভাটার লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-26 03:20:08

অভিযান চালিয়ে ইটে পরিমাপে কারচুপি করার অপরাধে কুষ্টিয়ার দৌলতপুরে দু্টি ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার।

তিনি জানান, ইটে পরিমাপে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর (৪৮) ধারা মোতাবেক দৌলতপুর উপজেলার একতা ব্রিকস সেন্টারকে ৫০ হাজার এবং একই অপরাধে এমবিএন ব্রিকসকে ৫০ হাজার টাকাসহ মোট ১লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় কুষ্টিয়া জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর